কক্সবাজারের চকরিয়ায় ট্রেন দেখতে যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে বাসের চাপায় দুই ভাই-বোন নিহত ও আরেকজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাতটার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবদুর রহমান (৬) ও মোছাম্মৎ সাবা (৮)। তারা ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদিপ্রবাসী নাছির উদ্দিনের সন্তান। আহত নুসরাত জাহান (৫) একই এলাকার আবদুল গফুরের মেয়ে।
স্থানীয়রা জানান, নতুন রেলপথে ট্রেন চলাচল শুরু হওয়ার পর থেকে এলাকাবাসীদের মধ্যে ট্রেন দেখার উৎসাহ বেড়েছে। ওই তিন শিশুও ট্রেন দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল।
বাসের চাপায় ঘটনাস্থলেই আবদুর রহমান ও মোছাম্মৎ সাবা মারা যায়। গুরুতর আহত নুসরাতকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, শিশুদের চাপা দিয়ে বাসটি দ্রুতগতিতে সটকে পড়ে। তবে আশপাশের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দেখে বাসটি শ্যামলী পরিবহনের বলে শনাক্ত করা গেছে।
তিনি আরও বলেন, নিহত দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত অপর শিশু চিকিৎসাধীন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।