কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য নাজমুল হাসানের সম্পদ গত ১০ বছরে ব্যাপক হারে বেড়েছে। ২০১৪ সালের হলফনামায় তাঁর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ ছিল ৯৬ লাখ ৯৯ হাজার ৩৯০ টাকা। এবারের হলফনামায় সেই পরিমাণ বেড়ে হয়েছে ২৬ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ১৯৯ টাকা। অর্থাৎ ১০ বছরে তাঁর জমা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় সাড়ে ২৭ গুণ।
নাজমুলের অস্থাবর সম্পদের পরিমাণও বেড়েছে। ২০১৪ সালে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ১২ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার ৪৩৪ টাকা। এবারের হলফনামায় সেই পরিমাণ বেড়ে হয়েছে ৩৯ কোটি ২৩ লাখ ২৯ হাজার ৭৫৫ টাকা। অর্থাৎ ১০ বছরে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে তিন গুণের বেশি।
নাজমুলের আয়ও বেড়েছে। ২০১৪ সালে তাঁর বার্ষিক আয় ছিল ৫ কোটি ১ লাখ ৭১ হাজার ৭৭৪ টাকা। এবারের হলফনামায় তাঁর বার্ষিক আয় বেড়ে হয়েছে ৮ কোটি ৫৩ লাখ ৬২ হাজার ৪৮৮ টাকা। অর্থাৎ ৫ বছরে তাঁর আয় বেড়েছে দেড় গুণ।