রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দিপা ইলেকট্রিক হাউজের সামনে পাকা রাস্তার ওপর থেকে ২০ কেজি অবৈধ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় ওই স্থানে অবস্থানরত এক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আব্দুল কাদের। তিনি দিপা ইলেকট্রিক হাউজের মালিক।
পুলিশ জানায়, আব্দুল কাদের আসন্ন থার্টিফাস্ট নাইট, বড়দিন কেন্দ্র করে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ মানুষের মাঝে ভীতি ছড়ানোর লক্ষ্যে ওই বিস্ফোরকদ্রব্য নিজ হেফাজতে রেখেছিলেন।
আব্দুল কাদেরকে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।