আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে ফেসবুক, টিকটক ও গুগল বিশেষ পদক্ষেপ নিয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর নির্বাচন সংক্রান্ত মিথ্যা কিংবা উসকানিমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে কাজ করছেন ৪০ হাজার কর্মী।
শুধু বাংলাদেশিদের জন্য নির্বাচনের সঠিক তথ্য জানাতে ‘বাংলাদেশ ইলেকশন সেন্টার’ নামে হাব তৈরির কথা জানিয়েছে টিকটক। এই হাব থেকে নির্বাচনের সময়সূচি, প্রার্থীদের যোগ্যতা, ভোটার নিবন্ধন, ব্যালট গণনা ও নির্বাচনের ফলসহ বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
টিকটক জানিয়েছে, নির্বাচনে সরাসরি মিথ্যা তথ্য, সহিংসতা এবং বিদ্বেষমূলক বক্তব্যের প্রচার নিয়ন্ত্রণে কমিউনিটি গাইডলাইনসে দেয়া হয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। সব নিয়মের ভিত্তিতে নির্বাচনসংশ্লিষ্ট বিভ্রান্তিকর তথ্য দ্রুত সরিয়ে দেবে প্ল্যাটফর্মটি।
গুগল জানিয়েছে, তাদের অনুসন্ধান ফলাফল, বিজ্ঞাপন এবং YouTube-এ নির্বাচন সংক্রান্ত গুজব ও মিথ্যা তথ্য নিয়ন্ত্রণে কাজ করছেন বিশেষজ্ঞরা।
এই পদক্ষেপগুলো গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টাকে ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।