চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। এ মৌসুমে প্রথমবারের মতো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামল। হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমে যেতে পারে।
হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে সকাল বেলা রাস্তাঘাটে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। তীব্র শীতের কারণে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষজন বেশি ভোগান্তিতে পড়েছে। তারা রাস্তাঘাটে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
এদিকে, শৈত্যপ্রবাহের কারণে শীতকালীন ফসলের কিছুটা উপকার হলেও বোরো আবাদে বাধাগ্রস্ত হচ্ছে।