বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউডের আলোচিত ছবি ‘অ্যানিমেল’। ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাংগা এবং অভিনয় করেছেন রণবীর কাপুর।
ছবিটি প্রথমে ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তির কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে, গত মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পেয়েছে ‘অ্যানিমল’।
ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষে পরিচালক অনন্য মামুন প্রথম আলোকে বলেন, ‘অ্যানিমেল’ বাংলাদেশে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। অবশেষে সব বাধা কেটে গেছে। আগামীকাল দেশের ১৮টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। পরদিন শুক্রবার থেকে প্রদর্শিত হবে ৪৮টি প্রেক্ষাগৃহে।’
‘অ্যানিমেল’ একটি অ্যাকশন থ্রিলার ছবি। ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তিনি একজন ঘাতকের সন্ধানে বের হন।
ছবিটি ভারতে মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে।