সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সোনা পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের চার যাত্রীর কাছ থেকে ও উড়োজাহাজের টয়লেট থেকে ৩২ কেজির বেশি সোনা উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়। চার যাত্রীর মধ্যে দুজন বাংলাদেশি ও দুজন ভারতীয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সোনা উদ্ধারের পর কাস্টমস কর্মকর্তারা জানান, অবৈধভাবে সোনা পাচারের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছিল। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে।