গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের ভাওয়াল রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রেলের যাত্রীরা জানান, গভীর রাতে যাত্রীরা ঘুমিয়ে ছিলেন। এসময় বিকট শব্দে ট্রেনের বগিগুলো ছিটকে পড়ে ছিন্নভিন্ন হয়ে যায়।
এক যাত্রী বলেন, “দুর্ঘটনার সময় আমরা ঘুমিয়ে ছিলাম। ঘুমের মধ্যেই বিকট আওয়াজ শুনতে পাই। চোখ মেলার পর সিটের ওপরই একটা ঝাঁকি খাই। আমার মাথা গিয়ে ওপরে লাগে। আবার নিচে পড়ি। তখন ট্রেনের সিট জড়িয়ে ধরি।”
তিনি বলেন, “এমন বিকট আওয়াজ হয়েছে যে আমরা বুঝতে পারছিলাম সামনে অথবা পেছনে বগি লাইনচ্যুত হচ্ছে। অনেকক্ষণ পরে ট্রেনটি দাঁড়িয়ে যায়। সাথে সাথে নামার চেষ্টা করি। কিন্তু জানালা শক্তভাবে আটকে যাওয়ার কারণে বের হতে পারছিলাম না। খুব চেষ্টা করার পর বের হই। সবার আগে আমি জানালা দিয়ে বের হই। পরে ১৫-২০ জনকে জানালে দিয়ে বের করি।”
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেক্স’ ট্রেন। এর কিছুদূর যাওয়ার পরপরই বিকট শব্দে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে দু’একটি বগি ধানক্ষেতে ছিটকে পড়ে।
ছিলাই বিলের এখানে অবরোধ সমর্থকরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলছে।
ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।