রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টার অভিযোগে মো. সুজন (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সুজনের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামে। তিনি একজন বেকার।
শনিবার বিকেলে সুজন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে ভাটারা থানায় সোপর্দ করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, সুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় (সন্দেহজনক) গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাকে দুই দিনের রিমান্ডে দেন।
রিমান্ডে সুজনকে জিজ্ঞাসাবাদ করে তার প্রকৃত উদ্দেশ্য জানার চেষ্টা করা হবে বলে জানান ওসি মাইনুল ইসলাম।
এদিকে, খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা এত দুর্বল কেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করা হচ্ছে। খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসকেরা জানান, তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে এখনো চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।