দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারবিরোধী আন্দোলনকারী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে মতবিনিময় শুরু করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘১২-দলীয় জোট’ ও ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ নেতাদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আলোচনায় নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী কর্মসূচি নির্ধারণে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, সরকারবিরোধী আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।
মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জাগপার রাশেদ প্রধান ও ইকবাল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের গোলাম মহিউদ্দিন ইকরাম ও রশিদ বিন ওয়াক্কাস, বাংলাদেশ জাতীয় দলের শামসুল আহাদ, ইসলামী ঐক্যজোটের আবদুল করিম প্রমুখ। এদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বলেন, সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ভোট বর্জন করে দেশের মানুষ আওয়ামী লীগকে ‘লাল কার্ড’ দেখিয়েছে।