২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের পর সরকার সড়ক নিরাপদ করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পাঁচ বছর পরও সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, গত বছর প্রতিদিন সড়কে গড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় বছরে অন্তত সাড়ে ছয় হাজার মানুষের মৃত্যু হয়।
বিআরটিএর তথ্য বলছে, গত বছর দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫ হাজার ৪৯৫টি। এসব দুর্ঘটনায় মারা গেছেন ৫ হাজার ২৪ জন। আহত হয়েছেন ৭ হাজার ৪৯৫ জন।
সড়ক দুর্ঘটনার সংখ্যা ও মৃত্যুর যে হিসাব বিআরটিএ দিয়েছে, তা পরিবহন বিশেষজ্ঞরা পূর্ণাঙ্গ বলে মনে করেন না। তবে তারা বলছেন, সরকারি সংস্থার দেওয়া হিসাবও ভয়াবহ।
বিদায়ী বছরের শেষের দিকে হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির কারণে দূরপাল্লার যানবাহন কম চলেছে। তারপরও দুর্ঘটনায় এত মানুষের মৃত্যু হয়েছে সড়কে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা। শক্তিশালী রাজনৈতিক অঙ্গীকার ছাড়া দুর্ঘটনা কমানো সম্ভব নয়। শুধু কথায় বা আশ্বাসে সড়কে শৃঙ্খলা ফিরবে না, মৃত্যুও কমবে না।