রাজধানীর মোহাম্মদপুরে এক নিরাপত্তাকর্মীকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত বুধবার মিরপুর রোডের একটি বেসরকারি সংস্থার জেনারেটর কক্ষ থেকে জুয়েল মিয়া (২০) নামের ওই নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর গায়ে আঘাতের অনেকগুলো চিহ্ন ছিল।
পুলিশের তদন্তে জানা গেছে, নিহত জুয়েল ওই সংস্থার নিরাপত্তাকর্মী হিসেবে দেড় বছর ধরে কাজ করছিলেন। তাঁর সহকর্মী আখতার হোসেন (২৫) এর সঙ্গে তাঁর পারিবারিক কলহ ছিল। ওই কলহের জের ধরে আখতার জুয়েলকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ২৩ জানুয়ারি ভোর ৫টা ৬ মিনিটের দিকে আখতার হোসেন একটি স্টিলের পাইপ হাতে জুয়েলকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। একপর্যায়ে জুয়েল মাটিতে লুটিয়ে পড়েন। তখনো আখতার তাঁকে নৃশংসভাবে পেটান। এরপর তাঁর হাত-পা বেঁধে কম্বল মুড়িয়ে জেনারেটর কক্ষে ঢুকিয়ে রুমটি বন্ধ করে পালিয়ে যান।
পুলিশ আখতারকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।