গাজীপুরের টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১২ কিলোমিটার দীর্ঘ অংশ ছিনতাইকারীদের আতঙ্কের কেন্দ্রে পরিণত হয়েছে। এই বিপজ্জনক স্থানে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটছে, যার ফলে স্থানীয়রা আতঙ্কিত।
সম্প্রতি, বরিশাল থেকে কর্মস্থলে ফিরছিলেন নয়ন মৃধা (৩৬)। টঙ্গীর মার্স স্টিচ লিমিটেড নামক পোশাক কারখানার অফিস সহকারী ছিলেন তিনি। গত ১০ জানুয়ারি ভোর ৪:৪৫ টায় টঙ্গী পৌঁছান নয়ন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নেমেই ছিনতাইকারীদের কবলে পড়েন। মুঠোফোন ও নগদ টাকার সাথে সাথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন তিনি।
নয়নের চাচাতো ভাই ছিদ্দিকুর রহমান বাদী হয়ে ওই দিনই টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন। তিনি জানান, নয়ন যেখানে বাস থেকে নেমেছিলেন, সেই স্থানটি ছিল নির্জন ও অন্ধকারাচ্ছন্ন। একটি মোটরসাইকেলে এসে দুই ছিনতাইকারী নয়নের ব্যাগ, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা নয়নকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
ছিদ্দিকুর রহমান বলেন, “নয়ন মৃধার দুই ভাই। নয়নই বড়। তার তিন ছেলে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার মৃত্যুতে পুরো পরিবার এখন পথে বসার দশায়।”
এই ঘটনা ছিনতাইকারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ দাবি করছেন।