দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (১৭ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি এ বিষয়ে ইতিবাচক সায় দিয়েছেন।
তিনি বলেন, “রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেবেন তিনি।”
তবে ২৯ ডিসেম্বর থেকে ভোটের আগেপরে ১৩ দিন সেনা মোতায়েনের আলোচনা থাকলেও সেটি চূড়ান্ত নয় বলে জানান জাহাংগীর আলম।
তিনি বলেন, “সেনাবাহিনী মোতায়েনের সময়সীমা, মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা এবং মোতায়েনকৃত সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য বিষয়ে পরবর্তীতে আলোচনা হবে।”
রাষ্ট্রপতির সম্মতি নিয়ে নির্বাচন কমিশন আশাবাদী বলে জানান ইসি সচিব। তিনি বলেন, “সেনাবাহিনী মোতায়েন হলে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।”