চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পোশাক রফতানিতে চীনকে ছাড়িয়ে শীর্ষে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ মাসে ইউরোপীয় ইউনিয়ন থেকে বাংলাদেশ পোশাক রফতানি করেছে ৯ বিলিয়ন মার্কিন ডলারের। যা চীনের ৮ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির চেয়ে বেশি। ওজনের দিক থেকেও বাংলাদেশ ইইউতে চীনকে ছাড়িয়ে গেছে। ৯ মাসে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রফতানি হয়েছে ৫৭১ মিলিয়ন কেজি। যা চীনের ৪৪২ মিলিয়ন কেজির রপ্তানির চেয়ে বেশি।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ইউরোপীয় ইউনিয়নে পোশাক রফতানি বাড়ার পেছনে বাংলাদেশের পোশাক শিল্পের উৎকর্ষতা, উন্নত মান এবং দ্রুত সরবরাহের ক্ষমতা প্রধান ভূমিকা পালন করেছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে পোশাক রফতানি বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সরকারের পাশাপাশি রফতানিকারকদেরও আরও উদ্যোগী হতে হবে।