বাংলাদেশ ও ভারতের মধ্যে ২১ বছরের সম্পর্কহীনতা উভয় দেশের জন্যই ক্ষতিকর ছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কূটনৈতিক সম্পর্কের ফলে এই অবিশ্বাসের দেয়াল ভেঙে গেছে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকলে বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যু, ছিটমহল সমস্যার আরও আগেই সমাধান হতে পারত। এখন আর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে চিড় ধরার কোনো কারণ নেই।
তিনি বলেন, বিএনপিসহ কিছু বিদেশি শক্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করতে চেয়েছিল। তখন ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।
ওবায়দুল কাদের বলেন, সারা পৃথিবী এখন অস্থির। নিজের ঘর সামলানো কঠিন। বাইরের ব্যাপারে এত মাথা ঘামানোর সময় কারও নেই।