দ্বাদশ জাতীয় সংসদে আনুপাতিক হারে ৪৮টি সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দায়িত্ব স্বতন্ত্র সংসদ সদস্যরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন।
রোববার (২৮ জানুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে স্বতন্ত্র সংসদ সদস্যরা এ সিদ্ধান্ত নেন। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ নূর আলম চৌধুরী (লিটন চৌধুরী) ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠক শেষে স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) বলেন, “আমরা সবাই আওয়ামী লীগের। কেউ যুবলীগ, কেউ আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠন করেন। সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতে চাই। একাদশ সংসদেও আমরা প্রধানমন্ত্রীকে এই দায়িত্ব দিয়েছিলাম। এবারও ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যের পক্ষ থেকে এই দায়িত্ব প্রধানমন্ত্রীকে দেওয়ার কথা বললাম। এ সময় অন্য সদস্যরাও ‘হ্যাঁ’ বলে সম্মতি জানান।”
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “আপনারা আওয়ামী লীগের লোক। আপনারা সংসদে স্বতন্ত্র হিসেবে ভূমিকা রাখবেন। তবে আওয়ামী লীগের নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে আপনারা যা করবেন।” দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নিজস্ব আসন ১৪৩টি। স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগের নেতা ও সমর্থক। তাই আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনের ৪৮টি আসনের মধ্যে ৪৬টি আসন পেতে পারে।